০৩ আগস্ট ২০২২ তারিখ Indian Oil Corporation Limited (IOCL) এবং Roads and Highways Department (RHD) মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়। উক্ত MOU স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মহোদয় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় মন্ত্রণালয়ের উধ্বর্তন কর্তৃপক্ষ এবং IOCL এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন । উল্লেখ্য যে, ভারতের গৌহাটি থেকে ত্রিপুরা ও মনিপুর রাজ্যে POL and LPG পরিবহনের জন্য বাংলাদেশের আংশিক সড়ক সাময়িকভাবে ব্যবহার করবে ।