জনাব ওবায়দুল কাদের এমপি, মাননীয় মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ২০ জানুয়ারি ২০২৪ তারিখ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর উত্তরাস্থ প্রশাসনিক ভবনের নিচ তলায় অবস্থিত বঙ্গবন্ধু কর্ণার-এর শুভ উদ্বোধন করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব জনাব এ বি এম আমিন উল্লাহ নুরী এবং ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এম, এ, এন, ছিদ্দিক। উদ্বোধন শেষে মাননীয় মন্ত্রী সরকারের সময়াবদ্ধ কর্মপরিকল্পনা ২০৩০ এর বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিকট তুলে ধরেন।