সওজ এর ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন সংক্রান্ত কার্যক্রমের বাস্তবায়ন জোরদারকরণ এর লক্ষ্যে ২১ মে ২০২৪ সড়ক ও জনপথ অধিদপ্তরে “ইনোভেশন শোকেসিং” কার্যক্রম উদ্বোধন ও এ বিভাগের ২০২৩-২৪ সময়ের “শ্রেষ্ঠ উদ্ভাবনী” পুরস্কার বিতরণ করেন জনাব এ বি এম আমিন উল্লাহ নুরী, সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এসময় এ বিভাগ ও সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।