২১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে "বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন" শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয় । উক্ত আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব জনাব নীলিমা আখতার । প্রবন্ধে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর বিশেষ অবদানের কথা তুলে ধরা হয় । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের, এমপি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব আসাদুজ্জামান নূর, এমপি এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ বি এম আমিন উল্লাহ নুরী, সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ । আরো উপস্থিত ছিলেন আওতাধীন দপ্তর/ সংস্থার প্রধানগণসহ সকল শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আলোচনা শেষ এ বিভাগ কর্তৃক আয়োজিত বাংলা ভাষার শুদ্ধ বানান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় ।